আমাদের ভবিষ্যৎ সুরক্ষার তে অনেক মানুষই তাদের কোনো না কোনো ফান্ডে টাকা জমা রাখেন। তার জন্য অনেক ফান্ড রয়েছে যেমন ডিএসপি মিউচুয়াল ফান্ড আরও একাধিক লাইফ ইন্সুরেন্স কোম্পানি রয়েছে।
আজকে কথা বলব ডিভিডেন্ড ইল্ড নিয়ে। মধ্য এবং দীর্ঘ মেয়াদে ভালো ডেভিডেন্ড দেয় এমন বিনিয়োগ নিয়ে এসেছে ডিএসপি মিউচুয়াল ফান্ড। সেবার অনুমোদনের জন্য ডকুমেন্ট সম্প্রীতি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। Nifty 500 Total Return Index এই ফান্ডটির ক্ষেত্রে মূল বেঞ্চমার্ক হিসাবে চিহ্নিত করা হয়েছে। কম করে ৬৫% শতাংশ আসেটেই ডিভিডেন্ড ইল্ড উঁচু এমন স্টকে লগ্নি করা হবে, DSP মিউচুয়াল কর্তৃপক্ষ এমন টাই জানিয়েছেন।
ফান্ডের এক্সিট লোন 1%হোল্ডিং বারো মাসের কম হয়।তার পর কোন লোন না দিয়েই নিজের ইউনিট রিডিম করতে পারবেন। এই প্রকল্পটি ওপেন অ্যান্ড প্রকল্প আপনি চাইলেই যেকোনো সময় বিক্রি করে দিতে পারবেন। রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া নেই এই প্রকল্পটিতে।
আসুন জেনে নেওয়া যাক ডিভিডেন্ড ইল্ড কী। এর ফর্মুলা হলো ডিভিডেন্ড ইল্ড (%)= শেয়ার পিছু ডিভিডেন্ট/ শেয়ারের দাম। এই ফর্মুলা থেকে বোঝা যায়। একজন ইনভেস্টর ঠিক কীভাবে রোজগার আমি করেন ডিভিডেন্ড মারফৎ প্রতি বছর প্রতিবার যখন তিনি লগ্নি করেছেন সংশ্লিষ্ট স্টকে। যদি আপনার শেয়ার মোটামুটি ঠিকঠাক হয় ডিভিডেন্ড ইল্ড ধারাবাহিকভাবে দেয় তাহলে আপনি তার উপকারিতা সম্বন্ধে জানতে পারবেন।
অনেক সময় এই ইল্ড কে স্ট্র্যাটেজির অন্তর্গত করেন প্রফেশনাল ম্যানেজাররা। অনেক সময় লগ্নিকারীরা ইনভেস্টমেন্ট করেন।
Read Also..,
*নোকিয়া আনলো 8200mAh ব্যাটারি ও 200MP ক্যামেরাসহ Dragon Max গেমিং ফোন
*Vivo R1 Pro 5G: Stunning Gaming Performance, 300MP Camera Specs and more