Redmi 14C 5G smartphone launched in India

বছরের শুরুতেই বিরাট ধামাকা! ১০ হাজার টাকার কম দামে বাজারে লঞ্চ হল Redmi 14C 5G স্মার্টফোন। যাতে পাবেন শক্তিশালী ফিচার্স সহ দুর্দান্ত ডিসপ্লে।

Redmi 14C 5G স্মার্টফোনটি Redmi 13C 5G-এর একটি আপগ্রেড ভার্সন। নতুন বছরের শুরুতে লঞ্চ হওয়া এই 5G ফোনটিতে রয়েছে অনেক হেভিওয়েট  ফিচার্স।

Redmi 14C 5G স্মার্ট ফোনটি মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 120Hz রিফ্রেশ রেট সহ 6.88 ইঞ্চি ডিসপ্লে। Snapdragon 4 Gen 2 5G Chipset, 8GB RAM, 5160mAh Battery.

ফোনটির প্রথম সেল শুরু হবে ১০ই জানুয়ারি ২০২৫ থেকে। Redmi 14C 5G এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। 50MP প্রাইমারি  ক্যামেরা সেন্সর  এছাড়া 8MP সেলফি ক্যামেরা।

Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi-এর এই সস্তা স্মার্টফোনটি ১০ জানুয়ারি দুপুর ১২টাযর পর Amazon এবং Flipkart-এ পেয়ে যাবেন।