প্রথমে ভক্তিভরে প্রণাম ঠুকল, এর পর টাকা-গয়না লুটকরে ঘন্টা বাজিয়ে চম্পট চোর!

মন্দিরে ঢুকে প্রথমে ভক্তি ভরে প্রণাম ঢুকলেন। এরপরই আসল কর্ম, মন্দিরের দান বক্স থেকে সমস্ত অর্থ পুরে নিল পকেটে। এখানেই ইতি নয়, মন্দিরের অন্যান্য দামি জিনিস সরাতে খুব একটা সময় নিল না। ‘অপারেশন সাকসেস ‘ ঘন্টা বাজিয়ে মন্দির থেকে চম্পট চোর। রাজস্থানের এক ব্যক্তি রাজীব কান্ডের এই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে হু হু করে ছড়িয়ে পরেছে।আসল ব্যাপারটা ঠিক কী?

সূত্র মারফত জানা গিয়েছে , ভাইরাল ভিডিওটির এমন কান্ড রাজস্থানের আলওয়ারের এক মন্দিরের। সেখানে দেখা যাচ্ছে, তালা ভেঙে মন্দিরের ঢুকেছেন এক ব্যক্তি। এর পর তিনি বিগ্রহের সামনে দাঁড়িয়ে হাতজোড় করে প্রণাম করছেন। কিন্তু তার পরক্ষণেই চমক! সটান দানের বাক্সের কাছে হাজির, এর পর দানের বাক্স থেকে সমস্ত অর্থ নিজের পকেটে পুরে নিলেন। এর পর বিগ্রহের রুপোর গয়না, ছাতাও হাতিয়ে নিতে দ্বিধা বোধ করলোনা।

সব কাজ সেরে নিয়ে পুনরায় বিগ্রহের সামনে এসে প্রার্থনা করে, মন্দিরের ঘণ্টা বাজিয়ে সেখান থেকে চম্পট ওই ব্যক্তি। আর এই গোটা ঘটনা ধরা পড়ে মন্দিরে থাকা সিসিটিভিতে। শনিবার সাত-সকালে এই চুরির ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই ‘ধার্মিক’ চোরের তল্লাশি শুরু করে পুলিশ। তার পর ধরাও পড়ে চোর।

জানা গিয়েছে, অভিযুক্ত চোরের নাম গোপেশ শর্মা। জেরা করতেই নিজের সমস্ত কীর্তি স্বীকার করে নিয়েছেন ৩৭ বছরের ওই ব্যক্তি। কিন্তু অভিযুক্তের দাবি শুনে পুলিশের চক্ষু চড়কগাছ। জেরা করলে গোপেশ জানিয়েছেন, তিনি সর্বত্র চুরি করে বেড়ান না। শুধু মাত্র মন্দিরে ঢুকে টাকা আর অন্যান্য সম্পদ হাতানোই তাঁর কাজ।

অনেক ছক কষে তার পর মন্দিরে চুরির ফন্দি আঁটেন তিনি। প্রথমে তিনি এমন একটা মন্দির খুঁজে বের করেন, যেখানে খুব সহজেও চুরি করা যাবে। তার পর আর কি ওঁত পেতে থাকে, কখন মন্দির থেকে বেরিয়ে যাবেন পুরোহিত। সব ঠিক ঠাক দেখেশুনে তবেই মন্দিরে ঢোকেন। এই প্রথম বার নয়, বেশ কয়েকটি মন্দিরে একই পদ্ধতিতে অপারেশন চালিয়েছেন গোপেশ শর্মা। আপাতত সেই সব চুরি যাওয়া ইতিহাস খুঁজছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top