মঙ্গলবার রাতের ঘটনা। মঙ্গলবার রাত ১০:৪৫ এ কলকাতার বিমানবন্দরে নামল এক বিশাল আকারের বিমান। যাকে আকাশ তিমিও বলা হয়েছে। বিমানটি অনেকটা বড় তিমি মাছের মত হুবহু মুখের সামনে তার সরু গলা ও পেট ফোলা।
এই প্রথমবার আকাশ তিমি এই বিমান কলকাতার বিমানবন্দরে নামল। এর নাম হল বেলুগা এক্সেল। এইবেলুগা এক্সেল বেলুগা এসটি অত্যাধুনিক সংস্করণ। এর আগে কলকাতায় অবতরণ করেছিল বেলুগা এস টি।
কলকাতা বিমানবন্দরে এই আকাশ তিমি বেলুগা এক্সেল নেমেছিল জ্বালানি ভরার জন্য। পরদিন ভোর পাঁচটা নাগাদ এই বিমান বেরিয়ে যাবে। চীনের তিয়ানজিনের উদ্দেশে । এই আকাশ তিমি বিমানের রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা বিমানবন্দর ছাড়া আর কোথাও ব্যবস্থা নেই। যাত্রীদের হইচই পড়ে গেছে এই নতুন তিমির আকারের বিমান দেখার জন্য।
এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। মঙ্গলবার তিনজন বিমান চালক এবং একজন ইঞ্জিনিয়ার কে নিয়ে বাহরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এই বেলুগা এক্সেল। এরপর পাঁচ ঘন্টা যাত্রা করার পর কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায়
তিমির আকারের মত তৈরি করা এই বিমান নজর কেড়েছেন সকলের। তিমি মাছের আকার অনুযায়ী এই বিমান টা তৈরি করা হয়েছে। বিমান তৈরি করতে তিন বছর সময় লাগে।বেলুগা এক্সএল বিমানটি ৬৩.১ মিটার লম্বা। ডানা ৬০.৩ মিটার। এর মালবহনের ক্ষমতা প্রায় ৫১ টন। অন্যান্ন মালবাহী বিমানের থেকেও এই বিমান আকারে বড়। মূলত বড় আকারের মালপত্র নিয়ে যাওয়ার জন্য এই বিমান ব্যবহার করা হয়। পরিবহনের জন্য এই বেলুগা এক্সেল বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।