হলুদ রঙের একটি কচ্ছপের ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবি ভাইরাল হচ্ছে। আর ভিডিওটি দেখার পর থেকেই লোকেরা নানান রকম ভাবে মজার মন্তব্য করতে শুরু করেছেন।
প্রকৃতি সত্যিই রহস্যে ভরা,তার কারণ এমন অনেক প্রজাতির জীবজন্তু ও প্রাণী রয়েছে, তাদের সম্পর্কে আমরা কিছুই জানিনা।
পৃথিবীতে কিনতু এখনো এমন অনেক প্রজাতির প্রাণী রয়েছে যা আমরা আগে কখনো দেখেন নি। যেমন সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওর মধ্যে দেখা মিলল এবার এক হলুদ রঙের কচ্ছপের। আরএই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় ভিড় জমাচ্ছেন এই হলুদ কচ্ছপকে দেখার জন্য।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে হলুদ কচ্ছপটিকে একটি জলের পাত্রের মধ্যে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। তবে কচ্ছপ আমরা সকলেই দেখেছি, কিন্তু দেখা মিলল এবার এই হলুদ রঙের কচ্ছপের। তার কারণেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি খুবি ভাইরাল হচ্ছে।
Extremely rare yellow turtle spotted in India pic.twitter.com/gxKhlgGbkm
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) March 21, 2024
আরও পড়ুন,
*অভিনয় জগতে প্রবেশ তখন অষ্টম শ্রেণীর ছাত্রী, এখনও কাজের ফাঁকে পড়ছেন ‘খেলনাবাড়ি’র মিতুল