নোকিয়া আনলো 8200mAh ব্যাটারি ও 200MP ক্যামেরাসহ Dragon Max গেমিং ফোন

বাজারে বিরাট ধামাকা নিয়ে হাজির হচ্ছে নোকিয়া মোবাইল! নতুন বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হতে চলেছে Nokia Dragon Max, যা গেমিং স্মার্টফোন সেগমেন্টে বিপ্লব আনতে চলেছে।

Nokia Dragon Max- ডিসপ্লে টেকনোলজি

ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে (120Hz রিফ্রেশ রেট)। ডিসপ্লে সুরক্ষার জন্য থাকতে Gorilla Glass, যার ফলে ফোনটিতে সহজে স্ক্র্যাচ পড়বেনা, দুর্ঘটনাজনিত ক্ষতির সম্ভাবনা কমে যাবে।

Nokia Dragon Max ব্যাটারি পারফরম্যান্স

Nokia Dragon Max- ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই ফোনটিতে পেয়েযাবেন 8200mAh ব্যাটারি, ব্যাটারি দ্রুত চার্জ করা যাবে, 120W সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি।

ক্যামেরা

ফটোগ্রাফি প্রেমীদের জন্য আকর্ষণীয় ফোন হতে চলেছে Nokia Dragon Max, ফোনটিতে থাকছে 200MP প্রধান সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সিস্টেম। এর সাথে 16MP মাইক্রো সেন্সর যুক্ত 48MP আলট্রা-ওয়াইড ক্যামেরা থাকছে। সেলফি তোলার জন্য ফোনটির সামনে 32MP ক্যামেরা রয়েছে, যা উচ্চ মানের ভিডিও কল এবং সেলফি নিশ্চিত করবে।

গেমিং পারফরম্যান্স

Nokia Dragon Max ফোনটির ডিজাইন করা হয়েছে অসাধারণ গেমিং পারফরম্যান্স দিতে। যদিও এখনো পর্যন্ত প্রসেসরের সঠিক তথ্য প্রকাশ করা হয়নি, তবে শিক্তিশালী ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং কুলিং সিস্টেম গেমিংয়ের জন্য এটি উপযুক্ত করে তুলবে । বড় স্ক্রিন এবং দ্রুত টাচ রেসপন্স রেট গেমিং অভিজ্ঞতা অনেকাংশ বাড়িয়ে দেবে।

Nokia Dragon Max – ফোনের দাম

Nokia Dragon Max- ফোনটির দাম এখনো সঠিক ভাবে জানা সম্ভব হয়নি তবে আনুমানিক ২২,০০০/- টাকা থেকে শুরু হবে। Nokia Dragon Max ফোনটি বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। নতুন বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হবে।

Read Also..
*১০ হাজার টাকার কমে দুর্দান্ত স্মার্ট ফোন, জানুন কোথা থেকে কিনবেন

VAST for Google Ad Manager, Google Interactive Media Ads (IMA) SDK Add the following url to your site:
error: Content is protected !!
১০ হাজার টাকার কমে দুর্দান্ত স্মার্ট ফোন, জানুন কোথা থেকে কিনবেন Top 5 SmartPhone Under ₹15,000 OnePlus 13 Specification, Launch Date in India