বটগাছের তলায় সন্তান প্রসব অঙ্গনওয়াড়ি কর্মীর

প্রসবকালীন ছুটির আবেদন করতে গিয়েছিলেন এক অঙ্গনওয়াড়ি কর্মী, তবে সেখানে পৌঁছে একটি বটগাছের তলায় সন্তান প্রসব করেন তিনি। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের পাঁচপাড়া পঞ্চায়েতের অন্তর্গত রাধাদাসী মহাবীরতলা এলাকায়।

সূত্র থেকে জানা গিয়েছে অঞ্জলি মুর্মূ সামন্ত নামক ওই অঙ্গনওয়াড়ি কর্মী তার প্রসবকালীন ছুটির জন্য আবেদন জানাতে গিয়েছিলেন। তবে হঠাৎ করেই সেখানে তার প্রসব যন্ত্রণা শুরু হয় এবং বটগাছের নীচে উপস্থিত থাকা মহিলাদের সাহায্যে জন্ম হয় তার পুত্র সন্তানের।

এরপর পুলিশের সাহায্যে মা ও সন্তানকে সাঁকরাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্র এবং হাজী এসটি মল্লিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জানা গিয়েছে মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার পর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

উল্লেখযোগ্য, অঞ্জলী সুরথ মোহনপাল শিক্ষায়তন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। এদিন আবেদনপত্র জমা দিতে গিয়েই প্রসব যন্ত্রণা শুরু হয়। এরপর সেখান থেকে পড়ুয়াদের মা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা ছুটে আসেন। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা ছিলেন অঞ্জলী। কলকাতা মেডিকেল কলেজেই চলছিল তার চিকিৎসা।

যদিও ২৪শে এপ্রিল তার প্রসবের দিন ঠিক ছিল, কিন্তু এক মাস আগেই প্রসব হয় তার। সেই কারণেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এই বিষয়ে পাঁচপাড়া পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি সুপারভাইজার তৃণা রায় বলেন, ‘অঙ্গনওয়াড়ি কর্মীরা মায়েদের স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানোর পরামর্শ দেন, সেখানে একজন অঙ্গনওয়াড়ি কর্মীরই প্রসব হলো গাছতলায়!’

আরও পড়ুন,
*বিরল প্রজাতির ‘হলুদ কচ্ছপ’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top