ড্রাইভার ছাড়াই চলবে! এলন মাস্কের রোবট্যাক্সি ও রোবোভ্যান

আমাদের প্রযুক্তিবিদ্যা যতদিন যাবে তত উন্নত হবে। দেশ তথা বিদেশ সব জায়গাতেই প্রযুক্তিবিদ্যার উন্নতি হয়ে চলেছে প্রতিনিয়ত।

এবার তৈরি হতে চলেছে এমন গাড়ি যার থাকবে না কোন স্টিয়ারিং অর্থাৎ চালক ছাড়াই চলবে সেই গাড়ি আপনাকে সঠিক গন্তব্যস্থানে পৌঁছে দেবে সেই গাড়ি। আপনি শুয়ে বসে আরামদায়কভাবে ট্রাভেলিং করতে পারবেন এই গাড়ির মাধ্যমে।

প্রযুক্তির এই দুনিয়ায় আবারো নজর কাড়লেন এলন মাস্কের টেসলা। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় বুরবাকে আয়োজিত হয়েছিল একটি এ আই ইভেন্ট আর সেখানেই এলেন মাস্ক এই গাড়িটির কথা সবাইকে জানান। এক নতুন অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি। তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

তিনি জানান ২০২৬ সালের বাণিজ্যিকভাবে শুরু হয়ে যাবে এই গাড়ির নির্মাণ কাজ। গাড়ি দাম পড়বে আনুমানিক ৩০০০০ ডলারের কম। কিন্তু আমাদের ভারতীয় মুদ্রায় এই গাড়ির দাম পড়বে প্রায় ২৫ লক্ষ টাকা। এখনো পর্যন্ত এই গাড়ির সঠিক দাম প্রকাশ করা হয়নি। ভয় ছাড়াই আপনি এই গাড়িতে ট্রাভেল করতে পারবেন। আপনার উপযুক্ত স্থানে এই গাড়িটি আপনাকে পৌঁছে দেবে এই গাড়িতে কোন চালকের দরকার হবে না ।

সংস্থার দাবি এই রোবট্যাক্সির যাতায়াত খরচও খুব বেশি নয়। ১.৬ কিলোমিটার যেতে এই গাড়ির খরচ পড়বে ভারতীয় মুদ্রায় ১৬ টাকা। একসঙ্গে দুজন ব্যক্তি যাত্রা করতে পারবেন। এ ছাড়াও থাকবে ওয়ারলেস চার্জিং এর সুবিধা। সব গাড়ির মতো এই গাড়িতেও থাকবে দুইদিকে ঊর্ধ্বমুখী দরজা হবে । ভিতর ও বাইরে থেকে আকর্ষণীয় হবে।

এই ইভেন্টে এলন মাস্ক শুধুমাত্র এই রোবট্যাক্সির কথা জানায় নি তার সঙ্গে তিনি রোবোভ্যান ও দেখিয়েছেন। এই চালক ছাড়া রোবোভ্যান একসঙ্গে কুড়িজন ব্যক্তি যাত্রা করতে পারবেন। ধীরে ধীরে স্বয়ংক্রিয় গাড়ির দুনিয়ায় প্রবেশ করেছেন এলেন মাস্ক।

Scroll to Top