সতর্ক হন গুগ্‌ল ক্রোম ব্যবহারকারীরা, সাইবার হামলা রুখতে জারি উপদেশনামা

অনেক সময় আমরা শুনতে পাই মোবাইলের কোন অ্যাপ হ্যাক হয়ে গেছে হ্যাক করে হ্যাকাররা অনেক তথ্যই নিয়ে নিতে পারে কখনো আপনার ফোনে আসা আপনার অজান্তে কোন নোটিফিকেশনে আপনি ক্লিক করলে আপনি জানতেই পারবেন না হঠাৎ কখন আপনার ফোন হ্যাক হয়ে গেছে। সরকার নির্দেশ নামা জারি করেছে।

মাইক্রোসফট এজ এরপর এইবার google ক্রমে হামলা হতে পারে এমনটাই জানিয়েছে। বলা হয়েছে গুগল ক্রোম যত দ্রুত সম্ভব আপডেট করতে। তারা এগুলো ক্রমে পুরনো ভার্সন ইউজ করছে তাদেরকে বলা হয়েছে অ্যাপটিকে আপডেট করতে এবং নতুন ভার্সন ইউজ করতে।

মন্ত্রকে জমা দেওয়া রিপোর্টে সিইআরটি-ইন জানিয়েছেন গুগল ক্রোমের পুরনো ভার্সন ব্যবহার করা একদমই নিরাপদ নয় তার মধ্যে রয়েছে কিছু ত্রুটি যার মাধ্যমে হ্যাকাররা খুব সহজেই আপনার ফোনের অ্যাপ কে বা ফোনে ফেলতে পারে। কম্পিউটার-ল্যাপটপের সিস্টেমে এটি চলে এলেই ডিনায়াল-অফ-সার্ভিস এর উপর হামলা করতে পারে হামলাকারীরা। তাই সরকার এমন নির্দেশ নামা জারি করেছে।

নিজের ইচ্ছায় কোড কার্যকর করার মত পরিস্থিতি তৈরি করতে পারেন। তাই সরকার থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। উপদেশ নামায় কেন্দ্র থেকে জানিয়েছেন এইবার গুগল ক্রোম হ্যাক করলে ব্রাউজার ক্রাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে পুরো সিস্টেমের উপর নিয়ন্ত্রণ পাবে হ্যাকাররা।

Scroll to Top