আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব চলে এলো মহালয়া দিন দেবিপক্ষে সূচনা হয়েছে তার সাথে সাথে শেষ হলো আমাদের ৩৬৫ দিনের অপেক্ষার অবসান। কোথাও কোথাও দুর্গা ঠাকুর দেখা শুরু হয়ে গেছে এখন থেকেই। কলকাতায় ঠাকুর দেখার সব থেকেই ভালো মাধ্যম হলো মেট্রো। ঠাকুর দেখা খুব ভালো আসান একটি মাধ্যমে।
মেট্রো স্টেশন থেকে বেরোলেই আশেপাশেই একাধিক বড় বড় দুর্গাপূজা হয় কোথায় কোন পূজা হয় কি করে যাবেন তার ই আজকে বর্ণনা দেবো। নোয়াপাড়া সংঘ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে খানিক গেলেই পাবেন।
রয়েছে দমদমে দুর্গাপুজো সিঁথি সর্বজনীন এবং ১৪ পল্লী বেলগাছিয়াতেও রয়েছে বেশ কয়েকটি বড় বড় পুজো যেমন বেলগাছিয়া ওলাই চন্ডী ,টালা পার্ক ,লেকটাউন অ্যাসোসিয়েশন, নেতাজি স্পোর্টিং, যুবক বৃন্দ, দমদম পার্ক ভারতচক্র ,শ্রীভূমি স্পোর্টিং।
এইবার আসি শ্যামবাজারের বড় বড় দুর্গা পুজোয়। বাগবাজার সর্বজনীন দুর্গা পূজা ,বেনিয়াটোলা কুমোরটুলি পার্ক ,শোভাবাজার রাজবাড়ী ,আহিরীটোলা সর্বজনীন, যারা রয়েছে হাতিবাগান সার্বজনীন ,তেলেঙ্গা বাগান ও চালতা বাগানের পুজো।শোভাবাজারে রয়েছে নবীন পল্লী ,কাশি বোস লেন কোন দল ,নলিনী সরকার স্ট্রিট। গিরিশ পার্কে রয়েছে সিমলা ব্যায়াম সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিঘাটা পাঁচপল্লী রোড,।
সেন্ট্রাল এ রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার এবং সুবোধ মল্লিক স্কোয়ার এর পূজো। এমজি রোডের পূজো গুলির মধ্যে রয়েছে মোহাম্মদ আলী পার্ক ,কলেজ স্কোয়ার পুজো শিয়ালদা অ্যাথলেটিক্সের পুজো। চাঁদনী চকে রয়েছে তালতলা সর্বজনীন ,জান বাজার সর্বজনীন প্রভৃতি। রবীন্দ্র সদনে রয়েছে গোখলে স্পোর্টিং,চক্রবেড়িয়া সর্বজনীন। রবীন্দ্র সরোবর রয়েছে শিব মন্দির, কমিটির সুরুচি সংঘ আর মুদিরয়েছে।কালীঘাটের দিকে রয়েছে ত্রিধারা,চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক ,সমাজসেবী, হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল,এক ডালিয়া এভারগ্রীন পার্ক ,বোসপুকুর শীতলা মন্দির, ৬৬ পল্লী।
নিউ গড়িয়াতে রয়েছে সন্তোষপুর লেক, পল্লী মঙ্গল ,সন্তোষ ত্রিকোণ পার্ক। গড়িয়া তে রয়েছে নবদুর্গা ,গড়িয়া মিতালি ,তরুন সাথী, নারকেল বাগান সর্বজনীন ,শ্যামাপল্লী, শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পাটুলি ক্লাব। নাক তলায় রয়েছে নাকতলা উদয়ন সংঘ মাস্টারদা সূর্য সেনে রয়েছে রিজেন্ট পার্ক ও আজাদগড় সর্বজনীন। টালিগঞ্জ ও কুদঘাটের দিকে রয়েছে বরিশা ক্লাব,বরিশা উদয়নপল্লী ,অজয় সংহতি ,শীতলাতলা কিশোর সংঘ।